সচিবালয়ে সরকারবিরোধী লিফলেট, আটক ৫

সচিবালয়ের একটি কক্ষ থেকে বেশকিছু সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।
বাসস জানায়, আজ রোববার বিকেলে সচিবালয়ের সাত নম্বর ভবনের সপ্তম তলার ৬২০ নম্বর কক্ষে গোপন অভিযান চালিয়ে ২০-২৫টি লিফলেট উদ্ধার করে পুলিশ। এ সময় ওই কক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দৌলতুন্নেসা, অফিস সহকারী জিন্নুল করিম, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) গাজী গোলাম মোস্তফা, এমএলএসএস মাহফুজুর রহমান ও শোয়েব খানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের মিন্টু রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।