৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ!

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে পায়রা নদীতে স্থানীয় জেলে নীরব হাওলাদারের জালে ধরা পড়ে মাছটি।
এরপর জেলে নীরব হাওলাদার ইলিশটি উপজেলার সুবিদখালী বাজারের মৎস্য আড়তে নিয়ে আসেন।
মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু জানান, মাছটি নিলামে জাকির হোসেন নামের এক মাছ ব্যবসায়ী ছয় হাজার টাকায় কিনে নেন। এ সময় বাজারে ভিড় জমে যায় উৎসুক মানুষের। সচরাচর এত বড় ইলিশ এই বাজারে পাওয়া যায় না বলেও তিনি জানান।
ইলিশের ক্রেতা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘এত বড় ইলিশ এখন আর সচরাচর মেলে না। তাই নিলামে কিনেছি। মাছটি বিক্রি করে কতটা লাভ হবে তা এখনই বলা যাচ্ছে না।’
এ ব্যবসায়ী জানান, মাছটির নিলামমূল্য দাঁড়ায় কেজিপ্রতি ২ হাজার ৮ টাকা, যা কমিশনসহ মোট ৬ হাজার টাকা হয়েছে।
বাজার করতে আসা আসলাম হোসেন নামে এক ক্রেতা আক্ষেপ করে বলেন, ‘তিন হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে অন্তত মাসে একবার ঘরে বড় ইলিশ নিয়ে যেতাম, কিন্তু এখন সেটা অসম্ভব হয়ে পড়েছে।’
মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘সম্প্রতি দেড় কেজির আশপাশে ইলিশ স্বাভাবিকভাবেই ধরা পড়ছে। তবে এক কেজি ৮২০ গ্রাম ওজনের ইলিশ ছয় হাজার টাকায় বিক্রি হওয়াটা কিছুটা বেশি দাম। নিয়ম মেনে মাছ ধরা ও অবরোধকাল মেনে চলার কারণে বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা বাড়ছে।’