ইটনা ইউএনও’র বাসভবনে হামলা, ছাত্রদলনেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (২২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৩ আগস্ট) র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে শতাধিক লোক হামলা চালায়। এ সময় বাসভবনের গেট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের আহত করে ও হত্যার হুমকি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়।
ঘটনার দিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, ইউএনও’র বাসভবনে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।