দুর্গাপুরের শুকুরি বেগম পেলেন তারেক রহমানের বসতঘর

নেত্রকোনার দুর্গাপুরে অসহায় এক বৃদ্ধা নারীকে একটি নতুন বসতঘর উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরটি অসহায় শুকুরি বেগমের কাছে হস্তান্তর করেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
বিএনপির জেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান জানান, দুর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধা শুকুরি বেগম। তিনি বিগত কয়েক বছরের মধ্যে স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে অসহায় অবস্থায় ভিক্ষা করে একটি ভাঙাচোরা ঝুপড়ি ঘরে কোনো রকমে দিনাতিপাত করে আসছিলেন। তার অসহায়ত্বের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
তারেক রহমান তাৎক্ষণিক অসহায় শুকুরি বেগমকে একটি আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নির্দেশ দেন।
পরবর্তী সময়ে ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে সেই ঝুপড়ি ঘরের পাশেই একটি আধা পাকা ঘর নির্মাণ করা হয়, যা আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে অসহায় শুকুরি বেগমকে বুঝিয়ে দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর উপহার পেয়ে বৃদ্ধা শুকুরি বেগম খুবই আনন্দিত। তিনি মহান সৃষ্টিকর্তার কাছে দু-হাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার,পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।