ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান গ্রেপ্তার
অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা বলেন, অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আঞ্জুমান আরা বলেন, গ্রেপ্তারকৃত সেলিম প্রধানকে কোর্টে পাঠানো হয়েছে।