গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ছয়দানা এলাকায় ইস্টওয়েস্ট কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে এই অবরোধ চলে।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ইস্টওয়েস্ট কারখানার শ্রমিকরা দুপুরে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ছয়দানা এলাকায় ইস্টওয়েস্ট কারখানা কারখানার শ্রমিকেরা দুপুরে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেয়। তারা দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পৌনে এক ঘণ্টা পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।