ছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবদলনেতা বহিষ্কার

ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত যুবদলনেতা মো. সজল মাহমুদকে তার সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান লিটনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সজল মাহমুদকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুর সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সজল মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না এবং যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে তার সঙ্গে কারও কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
গত ৯ সেপ্টেম্বর সজল মাহমুদ জামালপুর সদরের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়। এরপরও গত ১১ সেপ্টেম্বর তিনি আবারও বিদ্যালয়ে প্রবেশ করে একই ধরনের অপকর্মে লিপ্ত হলে শিক্ষার্থীরা এবং স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। বর্তমানে সজল মাহমুদ কারাগারে রয়েছেন।