আট দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৭৪৮ কোটি টাকা

মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি সেপ্টেম্বরের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১০ হাজার ৭৪৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম আট দিনে প্রবাসী আয় এসেছিল ৭৫ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ। অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৫৭৮ কোটি ডলার।
গত বছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪৮৯ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ২০ শতাংশ।