জাকসু নির্বাচনের অর্ধমাসেও প্রকাশ হয়নি ডোপটেস্টের ফলাফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ১৫ দিন পেরিয়ে গেলেও প্রার্থীদের ডোপটেস্টের ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। শপথ গ্রহণের আগেই ফলাফল জানানোর প্রতিশ্রুতি থাকলেও, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ফল ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
গত ২৭ আগস্ট জাকসু নির্বাচনে বাধ্যতামূলক ডোপটেস্টের দাবিতে সহসভাপতি পদপ্রার্থী মো. রাব্বি হাসান অনশন শুরু করলে ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্ত নেওয়ার ছয় দিন পর নির্বাচনের মাত্র দুই দিন আগে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের নমুনা সংগ্রহ করা হয়। এতে অনেক প্রার্থীই হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, ডোপটেস্টের জন্য আমাদের প্রচারণায় ব্যাঘাত ঘটেছে। যদি কোনো নির্বাচিত প্রার্থীর ডোপটেস্টের ফলাফল পজিটিভ আসে, তবে কী হবে সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
নির্বাচন কমিশন প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে, শপথ গ্রহণের আগেই ডোপটেস্টের ফলাফল প্রকাশ করা হবে এবং ফলাফল পজিটিভ হলে সংশ্লিষ্ট প্রার্থী শপথ নিতে পারবেন না। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা। ফলাফল ছাড়াই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ডোপটেস্টের ফলাফল নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে অনশনকারী শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, প্রশাসন শুধুমাত্র লোক দেখানোর জন্য ডোপটেস্টের আয়োজন করেছে, কারণ তারা এখনো ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হয়েছে।
ডোপটেস্টের ফলাফল প্রকাশে বিলম্বের বিষয়ে জানতে চাইলে জাকসু নির্বাচনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা ইতোমধ্যেই ফলাফল হাতে পেয়েছি। আগামীকাল আমাদের নির্বাচন কমিশনের মিটিং হবে, এরপর আমরা এ সম্পর্কে সবাইকে জানাব।