মৌসুম শুরুর আগেই ধাক্কা খেল ম্যানসিটি

২০২৪-২০২৫ মৌসুমটা ভালো যায়নি ম্যানচেস্টার সিটির। মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যানেজার পেপ গার্দিওলার অন্যতম ভরসার জায়গা তিনি। চোট যেন তার পিছু ছাড়ছে না। চোটের কারণে ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডারকে এই মৌসুমের শুরুতেও পাচ্ছে না ম্যানচেস্টার সিটি, এমনটিই জানিয়েছেন গার্দিওলা।
রদ্রির ফেরা নিয়ে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘রদ্রি সেড়ে উঠছে, সর্বশেষ ম্যাচে আল হিলালের বিপক্ষে বড় চোট পেয়েছিল সে। গত কয়েক দিন খেকে ভালোভাবে অনুশীলন করছে। আশা করি (সেপ্টেম্বরের) আন্তর্জাতিক বিরতির পর পুরোপুরি সেড়ে উঠবে।’
২০২৪ সালের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় রদ্রির। এরপর মাঠের বাইরে ছিটকে যান তিনি। চোট কাটিয়ে গত মে মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন রদ্রি।
ক্লাব বিশ্বকাপ দিয়ে পুরোদমে মাঠে ফেরার চেষ্টা করছিলেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে শেষ ষোলতে আর-হিলালের বিপক্ষে ম্যাচে আবারও চোট পেয়ে মাঠে ছাড়েন । তিন ম্যাচ খেলার পর আবারও ছিটকে যান। এখন মাঠে ফেরার লক্ষ্যে এখন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
আগামী ১৬ অগাস্ট উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে সিটি। তবে রদ্রিকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চাননা গার্দিওলা, আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এই মাসে ম্যাচগুলোতে রদ্রির খুব বেশি সময় খেলার সম্ভাবনা নেই তাই।
রদ্রিকে খেলানো নিয়ে ম্যানসিটি ব নিতে চান না সিটি কোচ, ‘আশা করি, বিরতির আগে ম্যাচগুলোতে কিছুসময় খেলতে পারবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তার ব্যথা যেন না থাকে—কারণ আমরা চাই না রদ্রি চোট নিয়ে আবার মাঠে ফিরুক। আমরা সেটা এড়াতে চাই।’