ব্রাজিলে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড

সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারকের মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চারজন বিচারক ২০২২ সালের নির্বাচনে রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টার অভিযোগে বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন। বিচারপতি কারমেন লুসিয়া বলেন, বলসোনারো গণতন্ত্র ও প্রতিষ্ঠান ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করেছেন, যার যথেষ্ট প্রমাণ রয়েছে।
বর্তমানে গৃহবন্দি থাকা বলসোনারো, লুলাকে উৎখাতের ষড়যন্ত্রে একটি অপরাধী সংগঠন পরিচালনাসহ পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
রায়ে মোট সাতজন সহযোগী ষড়যন্ত্রকারীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেটো ও সাবেক বিচারমন্ত্রী অ্যান্ডারসন টোরেস এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।
আল জাজিরার লুসিয়া নিউম্যান জানান, এই রায় অপ্রত্যাশিত ছিল ও বলসোনারোর আইনজীবীরা এখনো আইনি জটিলতার সুযোগ পাবেন। একই সঙ্গে, কংগ্রেসে বলসোনারোর সমর্থকরা একটি সাধারণ ক্ষমা আইন জমা দিয়েছেন।

ট্রাম্পের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক চাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিচারকে ‘ডাইনি-হান্ট’ বা ‘ডাইনি শিকার’ বলে আখ্যায়িত করেছেন। তিনি ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিচারক আলেকজান্দ্রে ডি মোরেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ব্রাজিলের উচ্চ আদালতের বেশিরভাগ সদস্যের ভিসা বাতিল করার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে অত্যন্ত অসন্তুষ্ট।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই জাদুকরী-হান্টের প্রতি যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবে।
বলসোনারোর রাজনৈতিক পটভূমি
সাবেক সেনা ক্যাপ্টেন ও প্যারাট্রুপার বলসোনারো ১৯৯০ সাল থেকে ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের পক্ষে তার সমর্থনের জন্য পরিচিত। ২০১৮ সালে প্রতিষ্ঠানবিরোধী ক্ষোভকে কাজে লাগিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর তিনি নির্বাচন মেনে নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ব্রাজিলের অভ্যন্তরে বলসোনারোর একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে। তার প্রায় ৪০ হাজার সমর্থক ব্রাসিলিয়ার রাস্তায় নেমে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।