ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এ পর্যন্ত কতটি দেশ স্বীকৃতি দিল?

ইসরায়েলের অব্যাহত বসতি সম্প্রসারণ ও গাজায় যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, বেলজিয়াম ও অ্যান্ডোরা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগালও একই ঘোষণা দেয়। এই নতুন দেশগুলো যুক্ত হওয়ায় এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর আলজাজিরার।
আন্তর্জাতিক স্বীকৃতির তাৎপর্য
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এর বৈশ্বিক অবস্থান শক্তিশালী হচ্ছে, যা ইসরায়েলকে তাদের দখলদারিত্বের জন্য জবাবদিহি করতে সহায়তা করতে পারে। এটি ফিলিস্তিনকে পূর্ণ কূটনৈতিক মর্যাদা, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো ফোরামে অংশগ্রহণের সুযোগ দেবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই স্বীকৃতি ‘শান্তি ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে, বিশেষজ্ঞদের মতে— এই স্বীকৃতি কোনো তাৎক্ষণিক সমাধান নয়। এটি সরাসরি গাজার যুদ্ধের অবসান ঘটাবে না বা ইসরায়েলের সামরিক দখলদারিত্ব বন্ধ করবে না। এটি কেবল ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সমর্থনের একটি ঢেউকে প্রতিফলিত করে।
ফিলিস্তিনের স্বীকৃতি লাভের ইতিহাস
ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। সে সময় ৮০টিরও বেশি দেশ দ্রুত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল।
এরপর ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে সদস্য-অ-পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাবে ভেটো দেয়, যা এর পূর্ণাঙ্গ সদস্যপদ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকা
১৫৭টি দেশের মধ্যে সম্প্রতি ও ঐতিহাসিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ২৫টি দেশের তালিকা— ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, বেলজিয়াম, অ্যান্ডোরা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল, মেক্সিকো, আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামা, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস, সেন্ট কিটস ও নেভিস, কলম্বিয়া, সেন্ট লুসিয়া, হলি সি, সুইডেন।