কত টাকায় বলিউডের ডিওপি উড়িয়ে আনছেন শাকিব খান?

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ঈদুল ফিতরের পর্দায় হাজির হচ্ছেন ‘প্রিন্স’ রূপে। তাঁর এই নতুন সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের আলোচিত ডিওপি (চিত্রগ্রাহক) অমিত রায়। ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘দেবা’, ‘সরকার’সহ একাধিক আলোচিত কাজের জন্য পরিচিত অমিত রায়কে যুক্ত করার খবর জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানিয়েছে, ‘প্রিন্স’ এখন কিংবদন্তীর লেন্সে,...