এনটিভির ইউটিউবে ‘ভাই ভাবী’ নাটকের ১ কোটি ভিউ কেক কেটে উদযাপন

এনটিভির ইউটিউব চ্যানেলে ‘ভাই ভাবী’ নাটকের ১ কোটি ভিউ ছাড়িয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কাটা হয়। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান এম ডি গোলাম রওশন ইয়াজদানী, হেড অব গ্রাফিক্স মো. তানভীরুল ইসলাম মিঠু, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, এনটিভি অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চনসহ অন্যরা।
আনন্দ ভাগাভাগির এ অনুষ্ঠানে আরও যোগ দেন আইটি বিভাগের প্রধান খন্দকার নাজমুস সাকিব, অনুষ্ঠান বিভাগের সিনিয়র ম্যানেজার জাহাঙ্গীর চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার কাজী মোহাম্মদ মোস্তফা এবং ব্রডকাস্ট বিভাগের জিএম খালিদ মুহাম্মাদ সিজান। সামাজিক প্রেক্ষাপটের নির্মিত গল্পে ভাই ভাবী নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, শাহেদ আলী ও সাদিয়া তানজিন।
মানসম্পন্ন নাটক সব সময়ই দর্শকের ভালোবাসা পায় উল্লেখ করে নাটকটির পরিচালক জুলফিকার ইসলাম শিশির বলেন, দর্শক সব সময়ই ভালো কাজকে সাদরে গ্রহণ করেন। ‘ভাই ভাবী’ সেই ভালোবাসারই প্রতিফলন। আর এই সাফল্য তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।
নাটকটির প্রসঙ্গে অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, সমসমায়িক ও প্রাসঙ্গিক বিষয় সামনে রেখে যদি গল্প, চিত্রনাট্য ও কাস্টিংকে পরিপূর্ণ রূপ দেওয়া যায়, তবে সেই নাটকটি দর্শকনন্দিত হয়।
অভিনেতা নিলয় আলমগীর ও নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমিও দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিশির বলেন, দর্শকের এ ভালোবাসাই তাদের অভিনয়ের সবচেয়ে বড় পুরস্কার।